সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকা তার প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন। অনশনরত ওই নারী বর্তমানে তিন মাসের অন্তঃসত্ত্বা।
উপজেলার মালশীন গ্রামে প্রেমিকের বাড়িতে বুধবার বিকালে থেকে ওই নারী অনশন শুরু করেন। তবে মেয়ের আসার খবর পেয়ে অভিযুক্ত যুবক বাড়ি থেকে পলাতক রয়েছে।
স্থানীয়রা জানায়, মাধাইনগর ইউনিয়নের মালশীন গ্রামের রাকিবের ছেলে শীবলুর সঙ্গে ওই নারীর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হলে বুধবার বিকালে প্রেমিক শিবলুর বাড়িতে হাজির হয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই নারী।
অনশনরত ওই নারী জানান, প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে শীবলুর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিলো। এই সুযোগে শীবলু বিভিন্ন স্থানে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। বর্তমানে তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা।
ওই নারী আরও জানায়, অন্তঃসত্ত্বা হলে তিনি প্রেমিক শীবলুকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন। কিন্তু ১০ দিন আগে শীবলু তার সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন। এ কারণে তিনি বাধ্য হয়ে তার বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন।
তবে ওই নারীর দাবি, শীবলুর পরিবারের সদস্যরাই তাকে বাড়ি ছেড়ে পালিয়ে থাকার পরামর্শ দিয়েছেন। শীবলুর সঙ্গে তার বিয়ে না হলে আত্মহত্যারও হুমকি দেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য মো. মোক্তার হোসেন বলেন, ‘ছেলে ও মেয়ের বাড়ি একই ইউনিয়নে। ছেলে মেয়ের আসার খবর পেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। জার ফলে বিষয়টির সমাধান করা কঠিন হয়ে পড়েছে।’
এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, ‘বিষয়টি নিয়ে কেউ এখন পর্যন্ত কোনো থানায় অভিযোগ দেয়নি। আর অন্তঃসত্ত্বা ওই নারী অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: