বিজিবির হাতে আমদানি নিষিদ্ধ ৮৪ বতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক হওয়া এক নারী চুয়াডাঙ্গার জীবননগর থানা থেকে পালিয়ে গিয়েছে। বুধবার রাতে এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ডিওটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তবে থানার ওসি মামুন হোসেনকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
পালিয়ে যাওয়া ওই নারীর নাম মনোয়ারা খাতুন। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর সদর উপজেলার হাসপাতাল পাড়ার মো. মাসুদের স্ত্রী।
বুধবার ফেন্সিডিল ও একটি সুজুকি জিকজার মোটরসাইকেলসহ মনোয়ারা ও তার সঙ্গী নাজমুল হুদাকে আটক করে মহেশপুর ৫৮ বিজিবির গয়েশপুর বিওপির সদস্যরা।
এ প্রসঙ্গে গয়েশপুর বিওপির কমান্ডার সুবেদার মোস্তাফিজুর রহমান বাংলা এডিশনকে জানান, ‘থানায় হস্তান্তর করা আমাদের আসামী পালিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। তবে কিভাবে পালিয়ে গেলো সেটা থানা পুলিশ ভালো বলতে পারবে। আমরা যেহেতু থানায় হস্তান্তর করেছি সেহেতু পুরো দায়ভার এখন পুলিশের।’
আরও পড়ুন: