শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

পর্ব ১: সিলেটের শাহ আরেফিন টিলায় বালু-পাথর লুটপাট

প্রতিনিধি, সিলেট

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৪ ১৭:২৬

আপডেট: ৩ নভেম্বর, ২০২৪ ১৩:০৮

শেয়ার

পর্ব ১: সিলেটের শাহ আরেফিন টিলায় বালু-পাথর লুটপাট
সিলেটে অবৈধভাবে তোলা হচ্ছে বালু পাথর। ছবি : বাংলা এডিশন

সিলেটের শাহ আরেফিন টিলাসহ ভোলাগঞ্জ, সাদা পাথর দিনের বেলা কোয়ারির মধ্য দিয়ে প্রবাহিত ধলাই নদের বিভিন্ন অংশ এবং রেলওয়ের রজ্জুপথের (রোপওয়ে) সংরক্ষিত বাংকার এলাকা ও ধলাই ব্রীজের পিলারগুলোর আশেপাশে থেকে পাথর ও বালু তুলে শত শত বারকি নৌকায় করে নিয়ে যায়।

এসব বালু ও পাথর ধলাইয়ের পশ্চিম পাড়ে গুচ্ছগ্রাম পুলিশ ফাঁড়ি নদীঘাট, গুচ্ছগ্রাম বাজার নদীঘাট এবং ধলাইয়ের পূর্ব পাড়ে নতুনবাজার ও কলাবাড়ী এলাকায় স্তূপাকারে রাখা হয়। পরে ট্রাক ও পিকআপে বালু-পাথর নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে।

সরেজমিন দেখা যায়, রাতের আঁধারে সিলেটের সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে সাদা পাথর ও একইভাবে ধলাই ব্রীজের নিচ থেকে  বালু বারকী নৌকা দ্বারা নিয়ে যেতে দেখা যায়।

প্রশাসনের ঢিলেঢালা’ নজরদারির কারণে সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও শাহ আরেফিন টিলাসহ পাথর কোয়ারি থেকে নির্বিচারে পাথর লুট চলছে। কোয়ারিসংলগ্ন নদ-নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালু। এতে আ.লীগের ও বিএনপির স্থানীয় কয়েকজন নেতার পৃষ্ঠপোষকতা আছে বলে অভিযোগ উঠেছে।

সিলেটের কোম্পানীগঞ্জে হাত বদল হয়েছে চাঁদাবাজি, দখলবাণিজ্য ও চোরাচালানের। আগে আওয়ামী লীগের পরিচয়ে দাপিয়ে বেড়ালেও এবার এই স্থান দখলে নিয়েছেন সুযোগ সন্ধানীরা। নদীতে পাথর বালি লুটপাট, সীমান্তের চোরাচালান, সবকিছুতেই শুরু হয়েছে নতুন মুখের খবরদারি। সঙ্গে রয়েছে স্থানীয় প্রশাসনিক আনুকূল্য। প্রতিদিন আদায় হচ্ছে লাখ লাখ  টাকা।

এসব চাঁদার টাকা বণ্টন হচ্ছে সুষমভাবে। পুলিশ, উপজেলা প্রশাসনের কয়েক ব্যক্তি, স্থানীয় দালাল মাতবর, কথিত সংবাদকর্মী সবাই ভাগ পাচ্ছে  নিয়মিত। বিনিময়ে শান্তিপূর্ণভাবে লুট হচ্ছে সরকারি সম্পদ, সীমান্ত দিয়ে বানের পানির মতো নেমে আসছে চোরাই পণ্য। নেই কোনো প্রতিবন্ধকতা কিংবা প্রতিকার।

স্থানীয়রা জানিয়েছেন, পরিবেশ এবং প্রতিবেশগতভাবে বিপন্ন এলাকা ঘোষিত শাহ আরেফিন এলাকার টিলা ধ্বংস করে পাথর অপসারণে রয়েছে নিষেধাজ্ঞা। সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই রাতের আঁধারে চলছে টিলা ধ্বংস করে পাথর লুটের মহোৎসব। লুটপাট নির্বিঘ্ন রাখতে পুলিশের নামে এখানে আদায় হয় মোটা অংকের বখরা। কোম্পানীগঞ্জ থানার একজন এসআই’র নেতৃত্বে এখানকার রাতের সামগ্রিক তত্ত্বাবধান চলে।

তারা জানান, ভোর হওয়ার আগেই লুটকৃত পাথর ট্রাকে করে সদর উপজেলার ধোপাগুল এবং নদীপথে ছাতক দিয়ে স্থানান্তর করা হয়। অনুরূপভাবে ধলাই নদীর সাদাপাথর, দশ নম্বর এবং সংরক্ষিত রেলওয়ে এলাকা থেকে শত শত নৌকা করে পাথর ও বালু নির্বিঘ্নে নিয়ে যাচ্ছে লোকজন।

এসব নৌকা থেকেও পুলিশ ও বিজিবির নাম ভাঙিয়ে আদায় হচ্ছে লাখ লাখ টাকা। এসব লুটপাট ও চাঁদাবাজি নিয়ে পত্রিকায় দৃশ্যমান সংবাদ প্রকাশ না হওয়ায় রমরমা উৎসবমুখর জমজমাটে শুরু হয়ে ওঠে চোরাচালান, পাথর ও বালু লুট।

খোঁজ নিয়ে জানা যায়,  পুলিশের পক্ষ থেকে  কুশীলব নির্বাচন করে চোরাই ঘাটের দায়িত্ব দেয়া হয়। এসব ঘাটের দায়িত্বপ্রাপ্তরা সীমান্তে দিনেরাতে তৎপর থেকে ভারতীয় চিনি, মাদক এবং গরু সিন্ডিকেটের কাছ থেকে প্রতিদিন আদায় করে মোটা অংকের টাকা। এ সবকিছু প্রকাশ্যে চললেও প্রশাসনের মদত থাকায় এদের বিরুদ্ধে কেউ মুখ খোলতে সাহস পায় না।

সম্প্রতি এ বিষয় নিয়ে স্থানীয় কয়েক ছাত্র সমন্বয়ক সোচ্চার হলে তাদেরকে মামলায় ফাঁসিয়ে দেয়া হয়। স্থানীয়রা অভিযোগ করেন- প্রকাশ্যে দিনের বেলায় লুটকৃত পাথরের ট্রাক আটকে পুলিশ টাকা আদায় করে। সড়কে প্রকাশ্যেই চলে পুলিশের এহেন অপকর্ম।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শুনেছি শাহ আরেফিনে অপকর্ম সহ ভোলাগঞ্জ সাদা পাথর লুট হচ্ছে এবং বালু উত্তোলন করা হচ্ছে, বিষয়টি আমলে আছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বাংলা এডিশনকে বলেন, আমি একা কি করবো পুলিশ কিংবা বিজিবি কেউ তেমন সহযোগিতা করতে চায় না।