শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

শেরপুরে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৪ ১১:১২

আপডেট: ৪ নভেম্বর, ২০২৪ ১১:২৮

শেয়ার

শেরপুরে ছাত্র হত্যা মামলার আসামি গ্রেফতার
ছবি: বাংলা এডিশন

শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের গুলি ও হামলা চালিয়ে ছাত্র হত্যার ঘটনায় মুকুল দফাদার নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। মুকুল দফাদার সদর উপজেলার চর শেরপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামের মোজাম্মেল হক ওরফে বদু দফাদার এর ছেলে।

রোববার বিকেলে সোনার বাংলা বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যাব-১৪, সিপিসি-১ এর আভিযানিক দল তাকে গ্রেফতার করে।

র‍্যাব-১৪ এর এক প্রেস রিলিজ সূত্রে জানাযায়, গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের করা হয়। ওই গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে এতে মোঃ মাহবুব আলম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

ওই  ঘটনায় গত ১২ আগষ্ট নিহতের মা মোছাঃ মাফুজা খাতুন শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর কোম্পানি ছায়া তদন্ত শুরু করেন এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে এক অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই মুকুল দফাদার বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় গ্রামের দফাদারি চাকুরির সুযোগ নিয়ে জেলার প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের কাছে প্রিয় পাত্র হতে গ্রামের নিরীহ সাধারণ মানুষ এবং বিএনপি-জামায়াত নেতাদের নিয়ে গ্রেফতার বানিজ্য করতেন। ফলে শেরপুরের চরাঞ্চলে মুকুল দফাদার একটি আতংকের নাম ছিলো।