শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

রুট পরিবর্তনের দাবিতে ট্রেন থামিয়ে ছাত্র-জনতার বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৪ ১৩:৫৪

আপডেট: ৪ নভেম্বর, ২০২৪ ১৪:১৬

শেয়ার

রুট পরিবর্তনের দাবিতে ট্রেন থামিয়ে ছাত্র-জনতার বিক্ষোভ
ছাত্র-জনতা ট্রেন আটকে রেখে বিক্ষোভ।

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল এবং কুষ্টিয়া স্টেশন দিয়ে নিয়মিত চলাচলের দাবিতে ছাত্র-জনতা ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেছেন।

সোমবার  বেলা ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের গতিপথ কুষ্টিয়া রেলস্টেশনে এক ঘন্টা আটকে রেখে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনরীরা। সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ১২টা ১৫মিনিট থেকে ১২টা ৫৫মিনিট পর্যন্ত আটকে রাখা হয়। আন্দোলনকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে রওনা দেয়।

বিক্ষোভকারীরা বলেন, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসএবং বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস’ আগামী ১৫ নভেম্বর থেকে অন্য রুটে চলাচল করবে। রুট পরিবর্তন হলে কুষ্টিয়া সহ আশপাশের কয়েকটি জেলার মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হবে। তারা দাবি করেন, অবিলম্বে এই রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করা হোক।

কুষ্টিয়া রেলওয়ে স্টেশন ইনচার্জ ইতিয়ারা খতুন জানান, রেল মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে আমাদের কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা জানানো হয়নি। এখনও রুট পরিবর্তনের বিষয়ে কোনো নির্দেশনা আমাদের কাছে আসেনি। আপনাদের দাবির বিষয়টি উর্ধতন কর্মকর্তাদেরকে জানানো হবে।