শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে আটক ১৫৭: অস্ত্র ও মাদক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৪ ১৯:২৮

আপডেট: ৪ নভেম্বর, ২০২৪ ১৯:৩০

শেয়ার

টঙ্গীতে যৌথবাহিনীর অভিযানে আটক ১৫৭: অস্ত্র ও মাদক উদ্ধার
টঙ্গীতে যৌথবাহিনীর অভিযান। ছবি: বাংলা এডিশন

গাজীপুরের টঙ্গীতে কুখ্যাত মাদকের বস্তি ও একটি আবাসিক হোটেলে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও পতিতাবৃত্তির সঙ্গে জড়িতসহ মোট ১৫৭ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে।

এসময় গ্রেফতার এড়াতে ভবন থেকে লাফিয়ে পড়ে এক সাবকে সেনা সদস্য মারা গেছেন। এসব ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে।

আটককৃতদের মধ্যে বস্তি থেকে ৫৪ জন পুরুষ, ২০ জন নারী ও জাভান হোটেল থেকে ৫৬ জন পুরুষ ও ২৭ জন নারী রয়েছেন।

সোমবার ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত টঙ্গীর কেরানিটেক বস্তি ও একই এলাকার জাভান আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর দিয়াবাড়ি ক্যাম্পের ক্যাপ্টেন ইয়াসিন মাহমুদ জানায়, গত ২১ অক্টাবর রাজধানীর উত্তরায় জার্মান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদের বাসায় অভিযান চালায় যৌথবাহিনী।

সেই অভিযানের প্রেক্ষিতে জানা যায়, অভিযুক্ত বাদল আহমেদের মালিকানাধীন একটি অবাসিক হোটেলে মাদক কারবার, দেহ ব্যবসাসহ বিভিন অপকর্ম হচ্ছে। এরই প্রেক্ষিতে সোমবার ভোর রাতে হোটেলটিতে অভিযান চালায় যৌথ বাহিনী। এতে সেনাবাহিনীর সদস্য ছাড়াও পাঁচ শতাধিক সামরিক সদস্য অংশ নেয়। পরে হোটেল থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও দেহ ব্যবসার সঙ্গে জড়িত ৮৩ জন নারী পুরুষকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম জানান, যৌথ বাহিনীর অভিযানে হোটেল জাভান থেকে ৩৪৯৪ ক্যান বিয়ার, ৫৯৮ বোতল দেশি-বিদেশি মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আবাসিক হোটেলের লাইসন্সের আড়ালে অবৈধভাবে বার ও দেহ ব্যবসা পরিচালনার অভিযাগে ৮৩ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। এদের মধ্যে পুরুষ ৫৬জন এবং নারী রয়েছ ২৭জন। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

সেনাবাহিনীর মেজর ইয়াসমিন বলেন, রাত তিনটায় গাজীপুর সিটি কর্পারশন ৪৬নং ওয়ার্ড টঙ্গীর কেরানিটেক এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, ইয়াবা, গাজাসহ বিভিন্ন মাদক, নগদ ২২ লক্ষ ৮১ হাজার টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।

পুলিশ জানায়, টঙ্গীর কেরানীর টেক বস্তি থেকে মাদক ও অস্ত্রসহ ৫৪ জন পুরুষ ও ২০ জন নারীকে আটক করা হয়েছে।

এদিকে যৌথ অভিযান চলাকালে আতঙ্কিত হয়ে পালানোর সময় মিজানুর রহমান মিল্টন (৫০) নাম এক ব্যক্তি ৯ তলা থেকে লাফ দিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে মারা গেছেন। টঙ্গী ফায়ার সার্ভিসর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

নিহত মিজানুর রহমান মিল্টন গোপালগঞ্জ জেলা সদরের মোছরা গ্রামের বাসিন্দা।

নিহতের ছোট ভাই নেওয়াজ জানান, আমার ভাই সেনাবাহিনীর সাবেক সদস্য (অবসরপ্রাপ্ত)। তিনি ঢাকার হাতিরঝিল এলাকায় বসবাস করেন। জাভান হোটেলের মালিক শেখ মোহাম্মদ বাদল তার বন্ধু। তার কাছ হয়তো কোন কারনে এসেছিল। পরে আমরা তার মৃত্যুর খবর জানতে পেরে টঙ্গীতে আসি।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ বলেন, জাভান হোটেলের ৯তলা থেকে ভয়ে লাফ দিয়ে মিল্টন নাম একজনের মৃত্যু হয়েছে। যৌথবাহিনীর অভিযানে মোট ১৫৭ জন আটক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও অন্যান্য দ্রব্যাদি জব্দ করে তিনটি মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে জাভান হোটেল সিলগালা করে দেয়া হয়েছে।