শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

নেত্রকোণায় যৌথ বাহিনীর  অভিযানে ১২৪২ পিস ইয়াবাসহ যুবক আটক

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৪ ১৬:২৩

আপডেট: ৮ নভেম্বর, ২০২৪ ১৬:২৭

শেয়ার

নেত্রকোণায় যৌথ বাহিনীর  অভিযানে ১২৪২ পিস ইয়াবাসহ যুবক আটক
ইয়াবাসহ যুবক আটক। ছবি : বাংলা এডিশন

নেত্রকোণার বারহাট্রায় যৌথ বাহিনীর চেকপোষ্ট অভিযানে ইয়াবাসহ মানিক (৪০) নামের এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় দিকে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন অফিসের সামনে সড়কের সিগনালে থেকে তাকে আটক করা হয়। এ সময় যৌথ বাহিনী তার কাছ থেকে ১২৪২ পিস ইয়াবা উদ্ধার করেন।

মানিক মোহনগঞ্জ উপজেলার মাঘান গ্রামের কালাচান মেয়ের ছেলে।

ইয়াবা সহ যুবক আটকের বিষয়টি নেত্রকোণা সেনা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে মানিক ময়মনসিংহ হতে মোহনগঞ্জ যাচ্ছিল। মোহনগঞ্জ ক্যাম্পের নিয়মিত টহল পরিচালনা করার সময় শুক্রবার বেলা ১১টায় বারহাট্টা উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের সামনের সড়কে সেনাবাহিনীর টহল কমান্ডার কর্পোরাল আইয়ুব এর নেতৃত্বে যৌথ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। এ সময় তার কাছ থেকে ১২৪২পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ১০হাজার টাকা। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত মাদকদ্রব্য ও মাদক ব্যবসায়ীকে বারহাট্টা  থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসান জানান, যৌথ বাহিনীর অভিযানে মানিক নামের এক যুবককে ১২৪২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।