শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২২ জামাদিউল আউয়াল, ১৪৪৬

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৪ ১৭:২৮

শেয়ার

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বৃদ্ধির প্রতিবাদে বরিশালে মানববন্ধন
মানববন্ধন। ছবি : বাংলা এডিশন

বাংলাদেশে এলএনজি গ্যাস সরবরাহে বিশ্বব্যাংকের সম্প্রতি সমর্থনের বিরুদ্ধে বরিশালে প্রতিবাদী মানববন্ধন হয়েছে। নগরীর বরিশাল ক্লাব রোডে এই মানববন্ধন হয়। প্রান্তজন, ক্লিন এবং বিডাব্লিউজিইডি যৌথ আয়োজনে এই কর্মসূচি হয়েছে।

এসময় বক্তৃতা দেন, প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম বরিশালের সদস্য শুভংকর চক্রবর্তী, প্রান্তজনের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা প্রমুখ।

বক্তারা বলেন, এই পদক্ষেপ বৈশ্বিক জলবায়ু লক্ষ্য এবং বাংলাদেশের নবায়নযোগ্য শক্তির বিকাশের সঙ্গে সাংঘর্ষিক। জলবায়ু পরিবর্তনের ফ্রন্টলাইনে থাকা বাংলাদেশকে জীবাশ্ম জ্বালানির নির্ভরশীলতার দিকে ঠেলে দেওয়া উচিত নয়। পরিবেশ বিশেষজ্ঞ ও কমিউনিটি নেতারা এলএনজি সরবরাহকারীদের জন্য বিশ্বব্যাংকের অর্থপ্রদানের বিরোধিতা করেছেন। কারণ এই সমর্থন বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও টেকসই প্রবৃদ্ধির প্রতিশ্রুতি পথে বড় বাঁধা।

বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী কার্বন নির্গমনে সামান্য ভূমিকা রেখেও বাংলাদেশ ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবের সম্মুখীন হচ্ছে। এখানে জীবাশ্ম জ্বালানির আমদানি সমর্থন করা বিশ্বব্যাংকের কার্যক্রম আমাদের জলবায়ু লক্ষ্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আমাদের বিনিয়োগ দরকার নবায়নযোগ্য জ্বালানিতে। এমন জ্বালানি যা আমাদের মত গ্রাহককে আরও উষ্ণ করে তুলে ক্ষতি করবে। ফলে এমন জ্বালানি আমাদের প্রয়োজন নেই।