শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

তুমব্রু সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গার পা বিচ্ছিন্ন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৪ ১৬:০৫

শেয়ার

তুমব্রু সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গার পা বিচ্ছিন্ন
আহত রোহিঙ্গা। ছবি : বাংলা এডিশন

কক্সবাজারের পাশ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে নুরুল হক ৬৩ নামে এক রোহিঙ্গা  বৃদ্ধের বাম পা বিচ্ছিন্ন হয়েছে। শুক্রবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের ভাজাবনিয়াস্থ সীমান্তের জিরো লাইনে ঘুমধুম সীমান্তের ৩৩-৩৪ পিলারের মধ্যবর্তী জায়গায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের।

স্থানীয়রা জানান, জুমার নামাজ পরবর্তী হঠাৎ বিকট শব্দ হলে স্থানীয়রা দেখতে পান এক বৃদ্ধ ওই স্থানে কাতরাচ্ছে। তাৎক্ষণিকভাবে এলাকার লোকজন  আহত বৃদ্ধকে  উদ্ধার করে সিএনজি যোগে কুতুপালং এম এস এফ হসপিটালে নিয়ে যায়।

এতে আশংকাজনক অবস্থায় এই বৃদ্ধকে কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, আহত বৃদ্ধকে ঘটনাস্থল থেকে উদ্ধাের করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

banner close
banner close