শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২১ শাওয়াল, ১৪৪৬

সাভারে এক নারীর খন্ডিত লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৪ ১৩:০৩

শেয়ার

সাভারে এক নারীর খন্ডিত লাশ উদ্ধার
ফাইল ছবি

সাভার দত্তপুকুর এলাকা থেকে এক নারীর মাথা ও হাতবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার সেতু নার্সারির ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় লোকজন জানান, মাথা ও দুই হাত বিচ্ছিন্ন একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। সাভারে বিরুলিয়ায় গত কয়েক বছরে এমন নৃশংস হত্যাকাণ্ড দেখেননি তারা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জানান, প্রথমে আমরা মাথা ও হাতবিহীন একজন নারীর লাশ শনাক্ত করি। পরবর্তীতে পাশে থাকা একটি বস্তায় খন্ডিত মাথা ও হাত পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

 

 

banner close
banner close