নেত্রকোণার শ্যামগঞ্জ এলাকা থেকে ২৮ কেজি গাঁজা সহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। গোয়েন্দার তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সেনাবাহিনীর ক্যাম্পের অধিনায়ক ৮ ইস্ট বেঙ্গলের নেতৃত্বে টহলদল ময়লাকান্দা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ময়লাকান্দা গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে আছিয়া আক্তার ও একই গ্রামের ইমান আলীর ছেলে চাঁন মিয়া।
সোমবার রাত দেড়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নেত্রকোণা অস্থায়ী সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর জিসানুল হায়দার এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, ‘সোমবার সন্ধ্যা ৭টায় নেত্রকোণা আর্মি ক্যাম্প হতে অধিনায়ক ৮ ইষ্ট বেঙ্গলের নেতৃত্বে একটি টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার শ্যামগঞ্জের ময়লাকান্দা এলাকায় মাদক ব্যবসায়ী দুলাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় দুলাল মিয়া গা ঢাকা দিলেও তার দুইজন সহকারীকে ২৮ কেজি গাঁজাসহ আটক করা হয়। জব্দ মাদকের আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। মাদক ব্যবসায়ী দুলাল মিয়া ও তার অপর সহকারী তোতা মিয়াকে আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পরবর্তীতে নেত্রকোণার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।’
তিনি আরও জানান, ‘জব্দকৃত মাদকদ্রব্য ও আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
আরও পড়ুন: