ইসকন নিয়ে ফেসবুকে দেয়া একটি পোস্ট ঘিরে চট্টগ্রামের হাজারী লেনে যৌথবাহিনীর ওপর এসিড নিক্ষেপের ঘটনায় যুবলীগ নেতা সুমন চৌধুরীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর লাভলেইন এলাকা থেকে সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে যৌথবাহিনী জানায়, হাজারী লেনের ঘটনায় সন্দেহভাজন পরিকল্পনাকারী হিসেবে সুমনকে গ্রেফতার করা হয়েছে। সুমন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
এছাড়াও সে গত ৪ ও ৫ আগস্ট ছাত্রজনতার উপর হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনায় কোতোয়ালী থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামী।
যৌথবাহিনী সূত্র আরও জানায়, চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জনগণের জান-মাল রক্ষার্থে যৌথবাহিনীর উপর এসিড হামলার সঙ্গে জড়িত আক্রমণকারী ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য যে, গত ৫ নভেম্বর ইসকনের বর্তমান কার্যক্রমের সমালোচনা করে মো. ওসমান নামের একজন দোকানদার কর্তৃক ফেইসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরীর হাজারী গলিতে অবস্থিত ৫০০-৬০০ জন ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বী উক্ত দোকানদারকে হত্যার উদ্দেশ্যে একত্রিত হয়ে তার দোকানে আক্রমণ করে।
উদ্ভূত বিশৃঙখল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষার্থে যৌথবাহিনী ঘটনাস্থলে আসলে কিছু বিক্ষুব্ধ ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বী যৌথবাহিনীর উপরে হামলা করে। এসময় কতিপয় দুষ্কৃতিকারী যৌথবাহিনীর সদস্যদের উপর ইট-পাটকেল ও এসিড নিক্ষেপ করে।
আরও পড়ুন: