নাটোরে বড়াইগ্রামে ভাতার কার্ড ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি সমর্থিত ইউপি সদস্যদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় রুবেল হোসেন নামে এক গার্মেন্টস ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রুবেল উপজেলার অর্জুনপুর গ্রামের হাসমত আলী খলিফার ছেলে ও রাজাপুর বাজারের মেসার্স ভাই বোন গার্মেন্টেসের স্বত্ত্বাধিকারী।
স্থানীয়রা জানান, গোপালপুরে ইউনিয়নে একশজন টিসিবির কার্ডধারী পণ্য নিতে না আসায় সেগুলোর বিপরীতে নতুনভাবে তালিকা করা হচ্ছে। এ ছাড়া পরিষদের ৪ টি মাতৃত্বকালীন ভাতার কার্ড বরাদ্দ এসেছে। বুধবার সকালে ৪ নং ওয়ার্ড সদস্য বেলাল হোসেন পরিষদে গিয়ে মাতৃত্বকালীন ভাতার ৪টির সব কয়টি এবং টিসিবির একশটি কার্ডের মধ্যে ৭৫ টি একাই তালিকা করার দাবি করেন। এ সময় বিএনপি সমর্থিত ২ নং ওয়ার্ড সদস্য আব্দুস সামাদ ও ৫ নং ওয়ার্ড সদস্য ফজল আহমেদ তাতে আপত্তি জানালে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে ইউপি সদস্য বেলালের নেতৃত্বে শতাধিক বিএনপি নেতা-কর্মী মিছিল নিয়ে ইউপি কার্যালয়ে যাওয়ার চেষ্টার করেন। এ সময় সামাদ মেম্বার ও ফজল মেম্বারের নেতৃত্বে বিএনপির অপর গ্রুপের নেতা-কর্মীরা এগিয়ে এলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় বেলাল হোসেনের সমর্থকরা কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে পাশেই দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী রুবেল হোসেন খলিফা বাম হাতে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান ‘খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষকে শান্ত করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
আরও পড়ুন: