বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
২০ জামাদিউল আউয়াল, ১৪৪৬

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর বাজার তদারকি অভিযান

প্রতিনিধি,চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৪ ১২:৪২

শেয়ার

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর বাজার তদারকি অভিযান
চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর বাজার তদারকি অভিযান। ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকারের নেতৃত্বে যৌথ বাহিনী। বুধবার জেলা টাস্কফোর্স কমিটি ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃক সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় সদর উপজেলার আলুকদিয়া ও ভালাইপুর বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সার-কীটনাশক, বীজ, সবজি বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এ সময় আলুকদিয়া এলাকায় মেসার্স বিশ্বাস ট্রেডার্স নামক সার ডিলার প্রতিষ্ঠানে পুর্বে সতর্ক করা সত্ত্বেও সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে সার বিক্রয় করা অর্থাৎ ১৩৫০ টাকার সার ১৫২০ টাকায় বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়, যথাযথভাবে ভাউচার প্রদান না করা ও ২০২১ সালের মেয়াদ উত্তীর্ণ কীটনাশক মেয়াদ টেম্পারিং করে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে বিক্রয় করার প্রমাণ পাওয়া যায়।

আইন অমান্য করে পুনরায় একই অপরাধ করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. ইকতিয়ার উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০,৫১ ও ৫৫ ধারায় দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ও মেয়াদ টেম্পারিং কীটনাশকগুলো জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

পরবর্তীতে ভালাইপুর এলাকায় অপর একটি প্রতিষ্ঠান মেসার্স দিশা এগ্রো ট্রেডিং এ তদারকিতে সরকার নির্ধারিত মুল্যের অতিরিক্ত মূল্যে সার বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. সাদিকুর রহমানকে ৪০ ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ২টি প্রতিষ্ঠানকে মোট দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

বেলা ১টা থেকে দুপুর সাড়ে ৩ টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদফতরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ।

পরবর্তীতে সবজি বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আনিসুর রহমান, ক্যাব প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি।

আইন শৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেছে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের একটি টিম।