শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

পুলিশের লুট হওয়া অস্ত্রসহ মহেশখালীতে আটক ২

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৪ ১৬:১১

শেয়ার

পুলিশের লুট হওয়া অস্ত্রসহ মহেশখালীতে আটক ২
আটক দুই। বাংলা এডিশন

কক্সবাজারের  মহেশখালীতে পুলিশের লুট হওয়া দুটি পিস্তল ও দুটি ম্যাগাজিন ২২ রাউন্ড গুলিসহ জিয়াউর রহমান জিয়া ও তার সঙ্গী মহিউদ্দিনকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, মহেশখালীর  কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় একটি টিনের ঘরে ৪ থেকে ৫ জন অস্ত্রধারী ডাকাত অবস্থান করার সংবাদ পায় কোস্টগার্ড। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও পুলিশের সমন্বয়ে এ এলাকায় যৌথ অভিযান চালায়।

অভিযান টের পেয়ে অস্ত্রধারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে জিয়া বাহিনীর প্রধান মো. জিয়াউর রহমান (৪৪) ও তার সঙ্গী মো. মহিউদ্দিনকে (৩৮) আটক করতে সক্ষম হয়।

তাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগাজিন, ২২ রাউন্ড গুলি, একটি দেশীয় দা জব্দ করা হয় বলে জানান খন্দকার মুনিফ তকি।

এইদিকে আটক কৃত জিয়াউর রহমানকে নিরপরা দাবি করে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মহেশখালীর শতো শতো নারী পুরুষ।

 

 

banner close
banner close