দু'মাসে দশ মাসের বেতন পেল চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার কর্মকর্তা- কর্মচারীরা।
দর্শনা পৌরসভার দীর্ঘদিনের বকেয়া বেতন পরিশোধ করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বকেয়া ৫ মাসের বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ। এর আগে সেপ্টেম্বর মাসে দেয়া হয়েছিল ৩ মাসের বকেয়া বেতন। এরপর অক্টোবরে দু'মাসে বেতন দেয়। সর্বশেষ বৃহস্পতিবার সম্পুর্ন বকেয়া পরিশোধ করেছে। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে কর্মকর্তা -কর্মচারীদের মাঝে।
দর্শনা পৌরসভায় প্রশাসক নিয়োগের পর থেকে পৌরসভার সেবারমান কিছুটা বাড়লেও বকেয়া বেতন নিয়ে অসন্তোষ ছিল কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। দীর্ঘদিন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া থাকার কারণে কাজকর্মে ছিল না মনোনিবেশ । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ পৌর ১ শাখার ১৮ আগস্টে ২০২৪ ইং তাং নিয়োগ প্রাপ্ত হন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)কে এইচ তাসফিকুর রহমান।
তিনি দর্শনা পৌরসভার প্রশাসক হিসাবে যোগদান করার পরপরই
পৌরসভার কর্মকর্তা কর্মচারী সাথে বিভিন্ন বিষয় সম্পর্কে দীর্ঘ সময় আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করেন । তার মধ্যে অন্যতম সমস্যা হিসাবে চিহ্নিত হয় পৌর কর্মকর্তা কর্মচারীদের বকেয়া বেতন, জন্ম মৃত্যু সনদে মানুষের ভোগান্তি , রাস্তাঘাট ড্রেন পরিষ্কার সহ পৌরবাসির সেবামান বৃদ্ধি ইত্যাদি।
এ সকল সমস্যা গুলো সমাধান করার লক্ষ্যে তিনি নানামুখি কর্ম তালিকা তৈরী করেন। সেই তালিকা অনুসারে প্রথমেই ছিল পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন পরিশোধ।
পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমানের প্রচেষ্টায় দুই মাসের মধ্যে পৌর কর্মকর্তা - কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করেছে পৌর কর্তৃপক্ষ। বকেয়া বেতন পেয়ে পৌরসভার কর্মচারীরা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছে। সেইসাথে কর্মকর্তা কর্মচারীদের মাঝে ফিরেছে নতুন কর্মচাঞ্চল্য।
আরও পড়ুন: