শনিবার

১৯ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

অন্তঃসত্ত্বা ন্ত্রীর স্বপ্নপূরণে দম্পতির হেলিকপ্টারে অবতরণ

টাংগাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৪ ১৫:৪২

শেয়ার

অন্তঃসত্ত্বা ন্ত্রীর স্বপ্নপূরণে দম্পতির হেলিকপ্টারে অবতরণ
হেলিকপ্টারে হামিদুল রেখা দম্পতি। ছবি : বাংলা এডিশন

হামিদুল পালোয়ান ও রেখা দম্পতি দ্বীর্ঘদিন যাবৎ মালেশিয়ায় বসবাস করছেন। তাদের বাড়ি টাংগাইল জেলার সখিপুরের বাঘের বাড়ি গ্রামে।

হামিদুল দম্পতি শনিবার দুপুরে ইউএস বাংলার একটি ফ্লাইটে করে মালেশিয়া থেকে ঢাকায় পৌচ্ছানোর পর ঢাকা থেকে প্রবাসী হেলিকপ্টারে করে দুপুর ১.৩০ মিনিটে গ্রামের বাড়িতে শান্তিপূর্ণ অবতরণ করেন।

এই বিষয়ে মোঃ হামিদ পালোয়ান জানান,আমার ন্ত্রী  দ্বীর্ঘদিন যাবৎ আমাকে হেলিকপ্টারে উঠার কথা বলে আসছিলো। আমার ন্ত্রী অন্তঃসত্ত্বা গাড়িতে অস্বস্তি অনুভব করে। তার স্বপ্ন ও অনাগত সন্তানের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করেই আমি এই ব্যবস্হা করেছি।

এদিকে হামিদ পালোয়ানের হেলিকপ্টার অবতরণ নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল ও উৎসাহ- উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

banner close
banner close