বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
১৯ জামাদিউল আউয়াল, ১৪৪৬

পর্যটন শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ছিনতাইকারী চক্র

বলরাম দাশ অনুপম, কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৪ ১৬:৪৪

শেয়ার

পর্যটন শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ছিনতাইকারী চক্র
প্রতীকী ছবি

কক্সবাজার শহরজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ছিনতাইকারী চক্র। এতে কর বাড়ছে হতাহতের সংখ্যা। সন্ধ্যা নামলেই পর্যটন শহরজুড়ে দাপিয়ে বেড়ায় ভয়ানক ছিনতাইকারী চক্র। রাত যতো গভীর হয় ততো ছিনতাইকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয় পর্যটন নগরী। যার ফলে ব্যস্ততম এই শহর অনিরাপদ শহরে পরিণত হয়েছে। 

শুধু রাতের আঁধারে নয়, ভোরে কিংবা দিনদুপুরেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে অহরহ। অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় বাড়াচ্ছে উদ্বেগ। এতে ঘটছে প্রাণহানিও। ছিনতাইয়ের কবলে পড়ে অস্ত্রের আঘাতে আহতের সংখ্যাও অসংখ্য।

শহরের বাসটার্মিনাল এলাকা, জেল গেইট এলাকা, লাইট হাউজ, সৈকত পাড়া, কটেজ জোন, বাহারছড়া মুক্তিযোদ্ধা মোড়, সুগন্ধা, সীগাল পয়েন্ট, বালিকা মাদ্রাসা পয়েন্ট, কবিতা চত্ত্বর, শৈবাল পয়েন্ট, সার্কিট হাউজ রোড, বার্মিজ মার্কেট, গোলদিঘির পাড়, বইল্যা পাড়া, সিকদার মহল, খুরুশকুল রাস্তার মাথা, রুমালিয়ার ছড়া কবরস্থান রোড, টেকনাইফ্যা পাহাড়, এবিসি ঘোনা, সিকদার বাজার, গরু হালদা পাড়া, আলির জাহাল, বিজিবি ক্যাম্প থেকে বাসটার্মিনাল পয়েন্টে ছিনতাইকারীরা বেশি উৎপেতে থাকে।

স্থানীয়রা জানায়, গত ৫ই আগস্টের পর থেকে পুলিশের কার্যক্রমে ভাটা পড়ে। যার কারণে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। ছিনতাইকারীদের কবলে পড়ে পর্যটক ও স্থানীয়রা হতাহত হচ্ছে।

ছিনতাইয়ের শিকার কক্সবাজার সৎসঙ্গ মন্দিরের সহকারী পুরোহিত প্রিয়তোষ দে বলেন, গত কয়েকদিন আগে তিনি বিকেলে মন্দিরে যাওয়ার পথে শহরের বিকেপাল সড়কে চাকু ঠেকিয়ে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। 

একইভাবে শহরের কলাতলীর বাসিন্দা রবিউল আলমও শিকার হন ছিনতাইর। গত ৮ নভেম্বর রাতে সুগন্ধা মোড় থেকে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। 

শহরের বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা সাঈদ মাহমুদ সাকিব বলেন-গত ৫ আগষ্ট পট পরিবর্তনের পর পুলিশের অতৎপরতার কারণে ছিনতাই বেড়ে গেছে।

এ বিষয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, অপরাধ দমনে পুলিশের পাশাপাশি কাজ করছে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ। চলছে সিসিটিভি ক্যামেরা লাগানোর কাজ। সেই সাথে বাড়ানো হয়েছে পুলিশের পেট্রোলিং কার্যক্রম।

গত ৫ আগস্ট পট পরিবর্তনের পর থেকে শহরের কয়েকটি পয়েন্টে বেড়েছে ছিনতাইয়ের উৎপাত। এতে ছিনতাই প্রবন এলাকাগুলোতে পর্যটকসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত আতংকে চলাচল করতে হয়। দিনে তো যেমন-তেমন, সন্ধ্যায় আঁধার ঘনিয়ে আসার পরপরই এই আতংক আরও বেশী ভর করে মানুষের মনে। এ নিয়ে ছিনতাই প্রবন এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি আইন শৃংখলা বাহিনীর সংশ্লিষ্টদের অভিযান জোরদারের দাবি সচেতন মহলের।