বৃহস্পতিবার

২১ নভেম্বর, ২০২৪
৭ অগ্রহায়ণ, ১৪৩১
১৯ জামাদিউল আউয়াল, ১৪৪৬

কক্সবাজারে বিপুল পরিমান মাদকসহ ৩ জন গ্রেফতার

প্রতিনিধি,কক্সবাজার

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪ ১৩:২৬

শেয়ার

কক্সবাজারে বিপুল পরিমান মাদকসহ ৩ জন গ্রেফতার
কক্সবাজারে বিপুল পরিমান মাদকসহ ৩ জন গ্রেফতার। ছবি: বাংলা এডিশন

কক্সবাজারের বাঁশখালীর শীলকূল ইউনিয়নের মনকিরচর কয়লা বিদ্যুৎকেন্দ্র সড়কে পুলিশ অভিযান চালিয়ে ৬৪৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের রাজকীয় দামি মাদকসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে। মাদক বহনকারী মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। জব্দ মাদকের মূল্য আনুমানিক ৩ কোটি টাকা হতে পারে বলে পুলিশ ধারণা করছে।

গোপন সংবাদের ভিত্তিতে এসব মূল্যবান ও রাজকীয় মাদক গত বুধবার দিবাগত রাত ৯টায় উদ্ধার করলেও এসব গণনাসহ তালিকা করতে পুলিশের বুধবার মধ্যরাত হয়ে যায়। বৃহস্পতিবার সকালে আদালতে চালান দেয়া হয়েছে। আটক কারবারিরা হচ্ছে চন্দনাইশ উপজেলার দোহাজারীর হাছনদন্ডী গ্রামের জামাল আহমদের ছেলে শোয়েব হোসেন, ফেনী জেলার দাগন ভূঁইয়া ইউনিয়নের আমিন উল্ল্যাহর ছেলে হেমায়েত উল্ল্যাহ এবং গাইবান্ধা জেলার গাইবান্ধা সদরের জয়নান আবেদিনের ছেলে মো. সাইফুল ইসলাম।

এ ব্যাপারে পুলিশ মাদক আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতার ৩ জনকে আদালতে সোর্পদ করে তদন্তকারী কর্মকর্তা এস আই মুরাদ হোসেন ৭ দিনের রিমান্ড আবেদন করেছেন।  

বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ‘গ্রেফতার ৩ মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং মাদক চোরাচালানের রহস্য উদঘাটনে তাদেরকে আদালতে চালানের প্রেক্ষিতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’