শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

বাগেরহাটে ৪ দফা দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪ ১৬:৩১

শেয়ার

বাগেরহাটে ৪ দফা দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সড়ক  অবরোধ। ছবি : বাংলা এডিশন

বাগেরহাটে ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে খুলনা -বাগেরহাট মহাসড়ক  অবরোধ করে। এসময় ৩০ মিনিট ধরে চলা অবরোধকালে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

বাগেরহাট ম্যাটসের সভাপতি মো. রইচউদ্দীন হৃদয় বলেন,দেশব্যাপী প্রান্তিক মানুষের সেবায় সব সময় নিয়োজিত ছিল ম্যাটস্‌ শিক্ষার্থীরা। অথচ যুগের পর যুগ তারা বৈষম্যের শিকার। সবডিপেস্নামাকে উচ্চ শিক্ষার সুযোগ দিলেও ম্যাটস্‌ শিক্ষার্থীরা সে সুযোগ পাচ্ছেন না। দীর্ঘদিন পদ শূন্য রয়েছেন, কিন্তু নিয়োগ দিচ্ছে না। ইন্টার্নশীপও বাতিলের পাঁয়তারা করা হচ্ছে। তারা বলেন, তাদের যৌক্তিক দাবি মেনে না নিলে সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তুলা হবে।

ম্যাটস শিক্ষার্থীদের দাবিগুলো হলো, অনতিবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন চাই। এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে ‘মেডিকেল অ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ’নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা। কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগ দেয়া।