শনিবার

২৩ নভেম্বর, ২০২৪
৯ অগ্রহায়ণ, ১৪৩১
২১ জামাদিউল আউয়াল, ১৪৪৬

নেত্রকোণায় তাঁতি দলের নেতার নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা

প্রতিনিধি, নেত্রকোণা

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৪ ১৬:৫৭

শেয়ার

নেত্রকোণায় তাঁতি দলের নেতার নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা
প্রতীকী ছবি

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা তাঁতি দলের সদস্য সচিব মোস্তফার নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলা করা হয়েছে। এতে দৈনিক ইত্তেফাকের মহসিন খান ও দৈনিক যুগান্তরের খালিয়াজুরী উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম তালুকদার আহত হয়।

বুধবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা সদরের বালুচর এলাকার চা স্টলের সামনে এ ঘটনা ঘটে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা গেছে, খালিয়াজুরী উপজেলার স্থানীয় সাংবাদিক মহসিন খান ও শফিকুল ইসলাম তালুকদার বুধবার সন্ধ্যায় উপজেলা সদরের বালুরচর এলাকায় চা স্টলে বসে চা পান করছিলেন। এ সময় স্থানীয় উপজেলার তাঁতী দলের সদস্য সচিব মোস্তফার নেতৃত্ব ১০/১৫ জন তাদের উপর হামলা করে। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

হামলায় আহত দৈনিক ইত্তেফাকের খালিয়াজুরী প্রতিনিধি মহসিন খান জানান, বুধবার সন্ধ্যার পর চা স্টলে বসে যুগান্তরের সাংবাদিক শফিক সহ আমি চা পান করছিলাম। আকস্মিকভাবে আমাদের উপর হামলা করে মোস্তফা সহ ১০-১৫ জন। কেন, কি কারণে, হামলা করেছে এই বিষয়গুলো এখন পর্যন্ত জানতে পারলাম না।

উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মোস্তফার মোবাইলে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে কল করা হলে ফোন রিসিভ করেননি। এরপর প্রায় আড়াই ঘন্টা তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

খালিয়াজুরী উপজেলা বিএনপির আহবায়ক ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন হামলার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি এদের মধ্যে পূর্ব শত্রুতা রয়েছে। তবে বিএনপি এরকম দাঙ্গা হাঙ্গামায় বিশ্বাসী না। মোস্তফা যে কাজটি করেছে এ ব্যাপারে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যার পর সাংবাদিক মহসিন খান ও শফিকুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। তারা চিকিৎসাধীন রয়েছেন। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।