শুক্রবার চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ৬নং কয়লা ওয়ার্ডের রহমতপুর গ্রামের খামারী গোলাম হোসেনের গোয়ালে একটি অদ্ভুত দেখতে গরুর বাছুরের জন্ম হয়েছে। সদ্য জন্ম নেয়া বাছুরটির দুটি মাথা, দুটি মুখ, চারটি চোখ আর আটটি পা। এমন আকৃতির বাছুরটি দেখতে আশপাশের মানুষ ভিড় করছেন গরুর মালিকের বাড়িতে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এটি বিরল ঘটনা। এ ধরনের ঘটনা আগে কখনো দেখেননি তাঁরা। এরকম বিরল বাছুর নিয়ে চলছে নানা জল্পনাকল্পনা।
প্রসবের সময় মৃত অবস্থায় বাছুটির জন্ম হলেও গাভীটি সুস্থ রয়েছে জানান খামারী।
খামারী গোলাম হোসেন জানান, ব্র্যাকের এআইএসপি কাওছার মাহমুদ ফয়সাল ও স্থানীয় করিম আর মোচন ত্রিপুরার সহযোগিতায় আড়াই ঘন্টার আপ্রাণ চেষ্টার পর ডেলিভারি করা হয়। মৃত অবস্থায় জন্ম নেয়া বাছুরটির মাথা দুটি, মুখও দুটি, আর চোখ চারটি ও আটটি পা। গরুর এমন বাছুর জন্মাতে পারে, তা স্বপ্নেও ভাবিনি।
ব্র্যাকের এআইএসপি কাওছার মাহমুদ ফয়সাল জানান, এটা একটা জন্মগত সমস্যা, যা কনজেনিটাল অ্যাবনরমালিস (congenital abnormalis) এবং টেরাটোজেনিক ইফেক্টের teratogenic effect) কারণে হয়ে থাকে। এতে সাত মাসে গাভির গর্ভপাত হয়। আবার কিছু ভাইরাস যেমন বাভাইন ভাইরাল ডায়রিয়া (BVD) বা ব্লুটাং ভাইরাস গরুর গর্ভের বাচ্চার বিকৃতির জন্য দায়ী হতে পারে।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা ঘটলে ভেটেরিনারি ডাক্তারকে দেখানো উচিত যাতে সমস্যার সঠিক কারণ নির্ণয় করা যায় এবং পরবর্তী গর্ভাবস্থায় এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব হয়।
আরও পড়ুন: