শুক্রবার
2:19:15

৯ মে, ২০২৫
২৬ বৈশাখ, ১৪৩২
১১ জিলক্বদ, ১৪৪৬

কক্সবাজারে ছেলের হাতে মা খুন

প্রতিনিধি,কক্সবাজার

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৪ ১২:০৪

শেয়ার

কক্সবাজারে ছেলের হাতে মা খুন
অভিযুক্ত আবিদ। ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরে মাদকের টাকা দিতে না পারায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজের ছেলের বিরুদ্ধে।

শনিবার দিবাগত রাতে কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে। হত্যার পর নিজেই সদর থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত ছেলে আবিদ।

নিহত নারী কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের পশ্চিম বড়ুয়া পাড়া এলাকার নিয়াজ আহমেদের স্ত্রী আনোয়ারা বেগম মেরী।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, ‘এক যুবক মাকে হত্যা করেছে বলে থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

মরদেহের সুরতাহাল প্রতিবেদন তৈরিকারী সদর থানার এস আই সৌরভ জানান, ‘আবিদ প্রায়ই মাদেকর টাকার জন্য মাকে অত্যাচার করতেন। সবশেষ শনিবার দিবাগত রাতে তার মাকে নৃশংসভাবে হত্যা করে। হত্যকান্ডের সময় আবিদ ও তার মা ঘরেই ছিলেন। তার অসুস্থ বাবা নিয়াজ আহমেদ চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় রয়েছেন।

banner close
banner close