ঝিনাইদহের সাবেক দুই সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার ও তাহজীব আলম সিদ্দিকীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
অসুস্থতার আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. এমরান চৌধুরি তাদের জামিন মঞ্জুর করেন। ওই দিন বিকেল সাড়ে ৫ টার দিকে তারা কারামুক্ত হন। বিবাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুজ্জামান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর নাশকতা মামলার আসামি ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করে র্যাব। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
অপরদিকে গত ৭ নভেম্বর ঢাকার নবীনগর থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলমকে গ্রেপ্তার করে র্যাব। তার বিরুদ্ধে জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সালাম হত্যা মামলাসহ আরো দুটি মামলা ছিল। এ মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এস এম মশিউর রহমান সাংবাদিকদের বলেন, আদালত ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলি জোয়ার্দ্দারকে দুই মামলায় এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীকে তিন মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। বিচারক তাহজীব আলম সিদ্দিকীকে ২০ দিন এবং নায়েব আলি জোয়ার্দ্দারকে সাত দিনের জন্য জামিন দিয়েছেন।
মামলার বরাতে জানা যায়, নায়ের আলি জোয়ার্দ্দার জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে হামলা এবং জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগের দুটি মামলায় আসামি।
তাহজীব আলম সিদ্দিকী ২০১৩ সালে জামায়াতে ইসলামীর নেতা আব্দুস সালাম হত্যা মামলা, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ এবং জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের তিনটি মামলার আসামি। ৬ অক্টোবর রাতে ঢাকার অদূরে সাভারের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
স্থানীয় সূত্র বলছে, অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত হয়ে এই দুই এমপি ভারতে পালানোর পরিকল্পনা করছেন।
আরও পড়ুন: