কুমিল্লায় ‘নিউ এরা অন সার্জিক্যাল ম্যানেজমেন্ট অব সুবারাকনয়েড’ শীর্ষক হাইব্রিড ভাস্কুলার নিউরো সার্জারীর উপর বৈজ্ঞানিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ মিলনায়তনে বৈজ্ঞানিক সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মির্জা মোহাম্মদ তৈয়বুল ইসলাম।
সিম্পোজিয়ামে মূল বক্তব্য উপস্থাপন করেন, ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ এস মো. সুমন রানা।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ এস মো. মাসুদ পারভেজ, কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও নাক কান গলা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ এস মো. জাহাঙ্গীর আলম মজুমদার, সহযোগী অধ্যাপক ডা. এ এস মো. ডা. আব্দুল্লাহ আল হাসান, সহযোগী অধ্যাপক ডা. খালেদ আহমেদুর, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি ডা। এ এস এম এম হাসান, কুমিল্লা মেডিকেল কলেজের নিউরো সার্জারি বিভাগের চেয়ারপার্সন ডা. মো. সাইফুল আলম, শিশু বিভাগের প্রধান ডা. আজিজুর রহমান।
আরও পড়ুন: