রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

রাষ্ট্রদ্রোহের ঘটনায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে: উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিনিধি,রংপুর

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪ ১৫:০০

শেয়ার

রাষ্ট্রদ্রোহের ঘটনায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে: উপদেষ্টা আসিফ মাহমুদ
উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত

কোনো সম্প্রদায়ের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রদ্রোহের ঘটনায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগাছার পাওটানা কলেজ মাঠে মত বিনিময় সভা এবং শীতপত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করতে এখনো একটি মহল সক্রিয়। তারা বিনা সুদে ঋণ দেয়ার নামে গ্রামের সাধারণ মানুষদের টাকার বিনিময়ে ঢাকায় এনে আন্দোলন করার চেষ্টা করেছিলো। এরই মধ্যে এর আহ্বায়ককে গ্রেফতার করা হয়েছে।’

এ ছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ২৪-এর আকাঙ্ক্ষাকে যারাই নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে বলেও জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

banner close
banner close