মঙ্গলবার

২৬ নভেম্বর, ২০২৪
১২ অগ্রহায়ণ, ১৪৩১
২৫ জামাদিউল আউয়াল, ১৪৪৬

খুলনায় একইস্থানে পাল্টাপাল্টি কর্মসূচি: পিছু হটেছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪ ১৫:৩৩

শেয়ার

খুলনায় একইস্থানে পাল্টাপাল্টি কর্মসূচি: পিছু হটেছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট
পাল্টাপাল্টি কর্মসূচির। ছবি: বাংলা এডিশন

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ১১টায় খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতৃবৃন্দ। এরপর দুপুর সাড়ে ১২ টায় মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ঘেরাও কর্মসূচি পালন করে।

অপরদিকে দুপুর দেড়টায় শিক্ষার্থীরা শিববাড়ী মোড়ে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে অবস্থান নেয়। এসময় নগরীর সঙ্গীতার মোড় ও হাদিস পার্কে সম্মিলিত সনাতনী জাগরণ জোট ও শিক্ষার্থীদের মারামারির ঘটনা ঘটেছে বলে জানা যায়।

চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পরলে সারাদেশের ন্যায় খুলনায়ও সোমবার রাতে নগরীর পিকচার প্যালেস মোড়ে নেতৃবৃন্দ গণজমায়েত, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় মঙ্গলবার নগরীর শিববাড়ি মোড়ে বেলা ১১টায় গণজমায়েত ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়। কিন্তু একই স্থানে ও সময়ে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের প্রতিহত করার লক্ষ্যে খুলনার শিক্ষার্থীরা মিছিল ও অবস্থান কর্মসূচির ডাক দিলে সম্মিলিত সনাতনী জাগরণ জোট সেখানে কর্মসূচি করেনি।