মঙ্গলবার

২৬ নভেম্বর, ২০২৪
১২ অগ্রহায়ণ, ১৪৩১
২৫ জামাদিউল আউয়াল, ১৪৪৬

সিংগাইরে বাথরুম থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪ ১৬:৫৮

শেয়ার

সিংগাইরে বাথরুম থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
নিহত গৃহবধূর তানিয়া আক্তার। ছবি: সংগ্রহীত

মানিকগঞ্জের সিংগাইরে বাথরুম থেকে এক সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। নিহত গৃহবধূর নাম তানিয়া আক্তার (২২)। তিনি বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামের আবুল হোসেনের মেয়ে ও একই গ্রামের আক্তার হোসেনের ছেলে সৌদি আরব প্রবাসী ফাহাদের স্ত্রী। তাদের ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। 

‎সোমবার রাত  ৯ টার দিকে প্রবাসী স্বামী ফাহাদের বাড়ির বাথরুম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

‎পুলিশ জানান, মৃত তানিয়া আক্তারের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি। 

স্থানীয়দের বরাতে জানা যায়, তানিয়া আক্তারের  সাথে একই গ্রামের মৃত করিম বিশ্বাসের ছেলে রনি ও সাভারের মাহদী নামে এক ছেলের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক রয়েছে। রনিকে মাঝে মাঝেই তানিয়ার বাড়িতে আসতে দেখা যেত। এক পর্যায়ে রনির সাথে তানিয়ার সম্পর্ক ভেঙ্গে যায়। এনিয়ে রনি তানিয়ার উপর ক্ষিপ্ত ছিল। 

‎প্রেমিক রনিই ক্ষিপ্ত হয়ে তানিয়াকে বাথরুমে ডেকে নিয়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরুদ্ধে হত্যা করেছে বলে অভিযোগ করেন তানিয়ার বাবা ও শ্বশুর।‎‎

ফাহাদের বোন বীথী আক্তার বলেন, আমি ভাবীর সাথে এক রুমে ঘুমাই, ঘটনার দিন রাতে হঠাৎ ভাবীর ফোনে একটি কল এলে ভাবী বাথরুমে চলে যায়। ফিরতে দেরি দেখে আমি আমার মাকে নিয়ে বাথরুমে গিয়ে ভাবীকে গলায় উড়না পেঁচানো ও নাকে মুখে রক্তসহ পরে থাকতে দেখতে পাই। পরে আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন।

‎এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, তানিয়া আক্তারের মরদেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।