মঙ্গলবার

২৬ নভেম্বর, ২০২৪
১২ অগ্রহায়ণ, ১৪৩১
২৫ জামাদিউল আউয়াল, ১৪৪৬

প্রথম আলোর সামনে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল

প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৪ ১৯:৩৮

শেয়ার

প্রথম আলোর সামনে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল
কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল। ছবি: বাংলা এডিশন

কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসন প্রতিরোধে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজ।

মঙ্গলবার বিকালে কুষ্টিয়া শহরের একতারা মোড়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।

এসময় তারা বলেন, বিগত সরকারের সময়ে প্রথম আলো ও ডেইলি স্টার ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। আমরা দেখেছি শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ সাধারণ ছাত্র-জনতার উপর ন্যাক্কারজনক হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা আরও বলেন, প্রথম আলো এবং ডেইলি স্টার ফ্যাসিবাদকে উস্কানি দেয়ার জন্য জঙ্গি ট্যাগ দিয়ে বিগত সময়ে বিশাল ভূমিকা রেখেছে। তারই প্রতিবাদে সাধারণ ছাত্র-জনতা প্রতিবাদস্বরূপ শান্তিপূর্ণ অবস্থান ও জেয়াফত অনুষ্ঠান করতে গেলে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। স্বাধীন দেশে সাধারণ মানুষের ওপর পুলিশ যাদের ইন্ধনে হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দ্রুত তাদেরকে বিচারের আওতায় না নিয়ে আসলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেবেন বলে জানান তিনি। প্রথমআলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে তাদের সংগ্রম অব্যাহত থাকবে।

এর আগে রোববার প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে প্রথম আলো ও ডেইলি স্টারের ভারতীয় আগ্রাসন প্রতিরোধে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা।

এতে প্রথম আলো কার্যালয়ের সবাই প্রায় অবরুদ্ধ হয়ে পড়েন। হঠাৎ বিক্ষোভকারীদের উপর চাড়ও হয় পুলিশ। তাদের সরিয়ে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইনশৃংখলা বাহিনী। এসময় প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পাঁচ আন্দোলনকারীকে আটক করা হয়। পরে তাদেরকে ছেড়ে দেন পুলিশ। হামলার প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।