চট্টগ্রাম আদালত এলাকায় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাসের মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক তরুণ আইনজীবী নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও পথসভা করেছে মিরসরাই উপজেলার অপামর জনতা।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌর বাজারে বিক্ষোভ মিছিল ও পরে পৌর বাজারের শাহ আমানত রেস্টুরেন্টের সামনে সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, আহমেদ হাসান জাবের, মঞ্জুর এলাহি সৈকত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য তাহমিদ খান প্রমুখ।
সভায় বক্তব্যরা বলেন, গত ৫ আগস্টের পর থেকে ইসকন নামক সংগঠন নানান ভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। গতকাল সন্ত্রাসী সংগঠন ইসকন নেতাকে গ্রেফতারের পর ভারত সরকারের কাছে বাংলাদেশি ইসকন সদস্যরা বিচার চেয়েছে, এটি কি রাষ্ট্রদ্রোহীতা নয়?
বাংলাদেশের আইন আদালত কোথায় গিয়েছে। তারাতো বাংলাদেশে বিচার চাইতে পারতো। তারা তা করেনি, তাদের উদ্দেশ্য বাংলাদেশকে ভারতের অংশ করতে চাওয়া। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আমাদের জন্মভূমিকে রক্ত দিয়ে স্বাধীন করেছি, প্রয়োজনে আবার রক্ত দিবো।
পরে নিহত সাইফুল ইসলামের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
আরও পড়ুন: