হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের সাম্প্রতিক দেশ বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড, ভারতীয় আগ্রাসন, প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ের সামনে সাধারণ ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাধারণ ছাত্র-জনতা।
মঙ্গলবার রাতে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে সমাবেশ ও প্রতিবাদ সভার আয়োজন করেন উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা।
চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে চট্টগ্রামের আদালত এলাকা। এ সময় ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
একপর্যায়ে সাইফুল ইসলাম নামের এক শিক্ষানবিশ আইনজীবীকে তুলে নিয়ে নির্মমভাবে কুপিয়ে জবাই করে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সাইফুলের।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা "এক দুই তিন চার ইসকন তুই দেশ ছাড়", "তুমি কে আমি কে, সাইফুল সাইফুল," "ইসকনের দুই গালে জুতামারো তালে তালে" " বাংলার মাটিতে ইসকনের ঠাই নাই," "বিচার চাই বিচার চাই, ইসকনের বিচার চাই", "জঙ্গি জঙ্গি, ইসকন জঙ্গি", "ইসকনের চামড়া, তুলে নিবো আমরা", "ফাঁসি চাই ফাঁসি চাই চিন্ময়ের ফাঁসি চাই", প্রভৃতি স্লোগান দিয়ে প্রতিবাদ জানানো হয়।
এদিকে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেশবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকা ও সুনির্দিষ্ট মামলা থাকায় আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে জামিন না-মঞ্জুর করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেয়া হয়। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নগ্ন বিবৃতি প্রদানের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সভায় হুঁশিয়ারি প্রদান করা হয়। যেন ভবিষ্যতে ভারত এমন আচরণ না করে।
প্রতিবাদ সভায় বক্তারা আরও বলেন, প্রথম আলো এবং ডেইলি স্টার ফ্যাসিবাদকে উসকে দেয়ার জন্য জঙ্গি ট্যাগ দিয়ে বিগত সময়ে বিশাল ভূমিকা রেখেছে। তারই প্রতিবাদে সাধারণ ছাত্র-জনতা প্রতিবাদস্বরূপ শান্তিপূর্ণ অবস্থান ও জেয়াফত অনুষ্ঠান করতে গেলে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। স্বাধীন দেশে সাধারণ মানুষের ওপর পুলিশ যাদের ইন্ধনে হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। দ্রুত তাদেরকে বিচারের আওতায় না নিয়ে আসলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেবেন বলে জানান তিনি। প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সোহান আল বাশরী ও বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক মুহাম্মদ মামুনুর রশিদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: