বুধবার

২৭ নভেম্বর, ২০২৪
১৩ অগ্রহায়ণ, ১৪৩১
২৫ জামাদিউল আউয়াল, ১৪৪৬

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে ইসকনের বিরুদ্ধে কুবিতে বিক্ষোভ

প্রতিনিধি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪ ১২:১৩

শেয়ার

আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে ইসকনের বিরুদ্ধে কুবিতে বিক্ষোভ
ছবি: বাংলা এডিশন

উগ্রবাদী ইসকনের ভক্ত-সমর্থকদের দ্বারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মূল ফটকে এসে একত্রিত হয়।

এ সময় শিক্ষার্থীরা "তুমি কে? আমি কে? সাইফুল সাইফুল," "ইসকন তুই জঙ্গি, আওয়ামী লীগের সঙ্গী," "ইসকনের গালে গালে, জুতা মারো তালে তালে," "ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও," "দালালি না রাজপথ, রাজপথ রাজপথ," "উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না," "সারা বাংলায় খবর দে, ইসকনকে কবর দে," "সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না"—এমন নানা স্লোগান দিতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন, "আজ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমরা প্রশাসনের কাছে হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ইসকন সমর্থন করে, তাদেরও প্রতিহত করা হবে।"

প্রসঙ্গত, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে এক সরকারি আইনজীবী হত্যার ঘটনা ঘটে।