বুধবার

২৭ নভেম্বর, ২০২৪
১৩ অগ্রহায়ণ, ১৪৩১
২৬ জামাদিউল আউয়াল, ১৪৪৬

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪ ১৪:৫১

শেয়ার

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৩০
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষ। ছবি: সংগ্রহীত

হবিগঞ্জের পঞ্চায়েত কমিটির সমিতির টাকার হিসাবকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ আহত হয়েছে ৩০জন। বুধবার সকালে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন  বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াগড় গ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি শাজাহান মিয়ার কাছে গ্রাম পঞ্চায়েত সমিতির ফান্ডের ও নোয়াগড় মাদ্রাসা ফান্ডের প্রায় কোটি টাকারও বেশি রক্ষিত আছে। ফান্ডের সেই টাকার হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য বেশ কয়েকবার মাদ্রাসা কমিঠির সভাপতি বশির মিয়াসহ গ্রামবাসী কিছু লোকজন শাজাহান মিয়াকে তাগিদ দেয়। এতে শাজাহান মিয়া হিসাব দিতে গড়িমসি করেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে মাদ্রাসা কমিটির আহ্বায়ক বশির মিয়াসহ এলাকার কিছু মানুষ হিসাবের জন্য শাজাহান মিয়ার কাছে গেলে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ড হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্য ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই জেরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান বলেন, সংঘর্ষের খবর পেয়ে  ঘটনাস্থলে যাই। সংঘর্ষ নিয়ন্ত্রণের একপর্যায়ে আমি আহত হই। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।