বৃহস্পতিবার

২৮ নভেম্বর, ২০২৪
১৩ অগ্রহায়ণ, ১৪৩১
২৬ জামাদিউল আউয়াল, ১৪৪৬

ইসকনের মিছিলে আওয়ামী লীগের উপস্থিতি: 'জয় বাংলা' স্লোগান

প্রতিনিধি, রাজশাহী

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৪ ২২:০২

আপডেট: ২৭ নভেম্বর, ২০২৪ ২২:১৭

শেয়ার

ইসকনের মিছিলে আওয়ামী লীগের উপস্থিতি: 'জয় বাংলা' স্লোগান
ইসকনের মিছিলে আওয়ামী লীগের উপস্থিতি। ছবি: বাংলা এডিশন

রাজশাহীতে ইসকনের মিছিলে আওয়ামী লীগের ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গিয়েছে এক যুবককে। এরই সাথে পাওয়া গেছে আওয়ামী লীগের ইন্ধনে ইসকনের মিছিলে সক্রিয়তার ব্যাপারটি।

সম্প্রতি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের মুখপাত্র চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহীতার মামলায় গ্রেফতার করে পুলিশ।

পরে আদালতে তার জামিনের আবেদন নামঞ্জুর করা হলে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী জনবলের সহায়তায় চিন্ময়ের মুক্তির দাবীতে বিক্ষোভ করে সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় ইসকন রাজশাহী মহানগরও চিন্ময়ের মুক্তির দাবীতে বিক্ষোভ করে। তবে সেখানেও দৃষ্টিগোচর হয় আওয়ামী উপস্থিতি। রাজশাহীতে অনুষ্ঠিত ইসকনের ঐ বিক্ষোভ মিছিলটিতে সামনের কাতারে থেকে নেতৃত্ব দেয়া এক যুবককে স্লোগান প্রদানের সময় আওয়ামী লীগের স্লোগান দিতে দেখা যায়।

ঐ সময়ে ঐ যুবকের স্লোগানে শোনা যায়, ‘জবাব চাই জবাব চাই- প্রশাসন জবাব চাই’ ‘জয় বাংলা’।

তখন মিছিলের মধ্য থেকে আরো কতিপয় উপস্থিতি সমস্বরে ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন।

মুখ ফসকে জয় বাংলা স্লোগানের পর ঐ যুবককে দ্রুতই নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করতে দেখা যায়।

উল্লেখ্য, ঐ যুবকের পরিচয় নিশ্চিত এবং আওয়ামী ষড়যন্ত্র খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই প্রশাসনকে বিষয়টি অভিযোগ আকারে অবহিত করেছেন স্থানীয় বৈষম্যবিরোধী নেতৃবৃন্দ।