রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

চট্টগ্রামে আইনজীবী হত্যা, বিজিসি শিক্ষার্থী বহিষ্কার

প্রতিনিধি,চট্টগ্রাম

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৪ ১১:৩১

শেয়ার

চট্টগ্রামে আইনজীবী হত্যা, বিজিসি শিক্ষার্থী বহিষ্কার
কোলাজ: বাংলা এডিশন

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে সংঘর্ষকালে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় শুভ কান্তি দাশ নামের এক শিক্ষার্থী জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িক বহিস্কার করেছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।

ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালটির আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর গ্রামে।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম সোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ তুলে তার ছাত্রত্ব বাতিলের দাবি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।

এ ছাড়া বহিষ্কার হওয়া ছাত্র শুভ কান্তি দাশ পটিয়া উপজেলার নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ইসকনের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

banner close
banner close