
অবৈধ উপায়ে নিয়োগ পাওয়া ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে বাধা দেওয়ার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২ শিক্ষক, ৬ কর্মকর্তা ও ১ জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আনিসুর রহমান ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষকদ্বয় হলেন মেকানিক্যাল বিভাগের অধ্যাপক ড. সোবহান মিয়া এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে বাধা দেওয়া ও রাজনৈতিক প্রভাব বিস্তারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ ছাড়াও কুয়েট এর আইন ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অপরদিকে আরও ৬ জন কর্মকর্তা ও ১ জন কর্মচারীর বিরুদ্ধে অবৈধ উপায়ে নিয়োগ পাওয়ার অভিযোগ উঠেছে এবং তা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদেরও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রী, ডেপুটি রেজিস্ট্রার দেবাশীষ মন্ডল, সহকারী পরিচালক (জনসংযোগ ও তথ্য শাখা) মনোজ কুমার মজুমদার, সহকারী কম্পট্রোলার জি এম আবু সাঈদ, সহকারী প্রোগ্রামার ওমর ফারুক, সহকারী টেকনিক্যাল অফিসার মেহেদী হাসান রাজন এবং অফিস সহায়ক সত্যজিত কুমার দত্ত।
আরও পড়ুন: