রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ম্যানগ্রোভ ফরেস্ট নিধন বন্ধ ও অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদে; সুপ্রীম কোর্টের চেম্বার আদালতের আদেশ বহাল

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৪ ১১:৪৯

আপডেট: ২৯ নভেম্বর, ২০২৪ ১৯:৩৯

শেয়ার

ম্যানগ্রোভ ফরেস্ট নিধন বন্ধ ও অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদে; সুপ্রীম
কোর্টের চেম্বার আদালতের আদেশ বহাল
ম্যানগ্রোভ ফরেস্ট। ছবি: বাংলা এডিশন

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে ম্যানগ্রোভ ফরেস্ট নিধন বন্ধ এবং অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদে হাইকোর্টের আদেশ সুপ্রীম কোর্টের চেম্বার আদালতে বহাল রাখা হয়েছে।

২৮ নভেম্বর (বৃহস্পতিবার) সুপ্রীম কোর্টের মাননীয় চেম্বার আদালত হাইকোর্টের আদেশের বিষয়ে আদেশ প্রদান করেন, যার ফলে ওই এলাকার পরিবেশ সংরক্ষণে বড় ধরণের পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।

সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির রীট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন। উল্লেখ্য, চলতি বছরের ২৩ অক্টোবর হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি ফাতেমা নজিব ও মাননীয় বিচারপতি শিকদার মাহমুদুর রাজী-এর সমন্বয়ে গঠিত বেঞ্চ সোনাদিয়া দ্বীপ ও তার আশপাশের এলাকায় সকল অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদের নির্দেশ দেন এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে বলেন।

এই আদেশের মাধ্যমে সোনাদিয়া দ্বীপে ম্যানগ্রোভ ফরেস্টের অবৈধ নিধন বন্ধ এবং অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদে আর কোনো আইনী বাধা থাকবে না।

উল্লেখ্য, এই রীট আবেদনটি দায়ের করেন সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন, মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, মহেশখালী উপজেলা 

banner close
banner close