রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

কুষ্টিয়ায় অস্ত্রসহ ভুয়া সেনাবাহিনী আটক

প্রতিনিধি,কুষ্টিয়া

প্রকাশিত: ১ ডিসেম্বর, ২০২৪ ১৯:৪১

শেয়ার

কুষ্টিয়ায় অস্ত্রসহ ভুয়া সেনাবাহিনী আটক
কোলাজ: বাংলা এডিশন

সেনা কর্মকর্তা পরিচয়ের একাধিক ভুয়া ভিজিটিং কার্ড, একটি ভুয়া অস্ত্র ও ওয়াকিটকিসহ এক ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। রোববার বিকেলে কুষ্টিয়ার সদর উপজেলার ইবি থানাধীন লক্ষীপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

এর আগে গত কয়েকদিন ধরে তিনি ইবি থানাধীন বিভিন্ন এলাকায় ভুয়া পরিচয়ে বিভিন্নজনকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। পরে স্থানীয় জনগণ তাঁকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। 

আটককৃত ব্যক্তির নাম খন্দকার বায়েজিদ আমান।  তিনি নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে। তিনি বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল ডা. আমান হিসেবে পরিচয় দেন। তার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আরএমপির কাটাখালী থানা ও কুষ্টিয়া সদর থানায় চাঁদাবাজী ও প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ উদ্দীন বাংলাদেশের খবরকে জানান, স্থানীয় জনগণ একজন ভুয়া সেনাকর্মকর্তাকে আটক করে। পরে তাঁকে পুলিশ হেফাজতে এনে জিজ্ঞেসাবাদ করে এ ঘটনার সত্যতা পাওয়া যায়। তার নিকট হতে একাধিক ভুয়া ভিজিটিং কার্ড, একটি ভুয়া পিস্তল ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

banner close
banner close