রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

বাগেরহাট পৌরসভার ২২৭ কর্মচারীর ছয় মাস ধরে বেতন বন্ধ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৪ ১১:২৫

শেয়ার

বাগেরহাট পৌরসভার ২২৭ কর্মচারীর ছয় মাস ধরে বেতন বন্ধ
বেতনের দাবিতে বিক্ষোভ। ছবি: বাংলা এডিশন

বাগেরহাট পৌরসভার বিভিন্ন শাখার ২২৭ কর্মচারীর ৬ মাস ধরে বেতন বন্ধ রয়েছে। বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এসব কর্মচারীরা।

রবিবার সকালে পৌরসভার কর্মচারীরা পৌর ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা ৬ মাসের বকেয়া বেতন না পাওয়া পর্যন্ত পৌরসভার সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার পাশাপাশি কঠোর আন্দোলনের ঘোষনা দেন।

বাগেরহাট পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক ডা. মো. ফকরুল হাসান দ্রুত বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

পৌরসভায় বিভিন্ন পদে থাকা কর্মচারীরা জানান, আমরা পৌরসভার নিম্নশ্রেনীর কর্মচারী। আমাদের সামান্য বেতনে সংসার চালানোই কঠিন। ছয় মাসের বেতন বাকি থাকায় পরিবার নিয়ে দারুণ কষ্টে দিন কাটাচ্ছি। বকেয়া বেতনের দাবিতে আমরা একজোট হয়ে আন্দোলনে নেমেছি। আশা করছি কর্তৃপক্ষ আমাদের পরিস্থিতি বিবেচনা করে দ্রুত বকেয়া বেতন পরিশোধ করবে। বেতন পরিশোধ না হলে পৌরসভার সব কর্মকান্ড বন্ধ করে দেয়া হবে।

banner close
banner close