রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: আটক ১

মিরসরাই চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২৪ ১২:০০

শেয়ার


ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: আটক ১
অবৈধভাবে বালু উত্তোলনকৃত ড্রাম ড্রেজার। ছবি: বাংলা এডিশন

ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। রবিবার দুপুরে থেকে প্রায় সাড়ে ৫ ঘণ্টার অভিযানে ৩৭টি মেশিন এবং ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযানে বাঁধা প্রদান করার অভিযোগে মো. শাহাদাত হোসেন (৩৫) নামের একজনকে আটক করে জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তিনি করেরহাট ইউনিয়নের মো. ছুট্রু মিয়ার পুত্র।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সুবল চাকমার নেতৃত্বে ফেনী নদীর ছাগলনাইয়ার সোনাপুর ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এছাড়াও অভিযানে অংশগ্রহণ করেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।

অভিযানে জব্দকৃত মেশিনগুলোর মধ্যে ৩৩টি ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসারের হেফাজতে রাখা হয়। যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৭০ হাজার টাকা এবং বাকী ৪টি মেশিন ও আনুষাঙিক সরঞ্জামাদি টাস্কফোর্স দল কর্তৃক ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে।

জানা গেছে, সরকারিভাবে ইজারা না থাকা সত্ত্বেও ছাগলনাইয়ার শুভপুর ও মিরসরাই উপজেলার অলিনগর এলাকা থেকে দিনে ও রাতের বেলা মেশিন দিয়ে বালু উত্তোলন করছে একটি অসাধুচক্র। মাঝেমধ্যে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হলেও পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন। এতে হুমকির মুখে পড়েছে শুভপুর ও অলিনগর,করেরহাট এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য। এ ছাড়াও বিলীন হতে বসেছে রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক স্থাপনা।

অভিযান শেষে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) সুবল চাকমা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

ফেনী ৪ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্তবর্তী নদী হতে বালু উত্তোলনের ফলে সংশ্লিষ্ট এলাকা সমূহ ক্ষয়ক্ষতি রোধকল্পে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে বিজিবির অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

banner close
banner close