রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ভারতে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ববিতে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৪ ১২:১৭

শেয়ার

ভারতে সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ববিতে বিক্ষোভ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। ছবি: বাংলা এডিশন

ভারতের আগরতলায় সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। 'হিন্দু সংঘর্ষ সমিতি' নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে।

এঘটনার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার রাত সাড়ে ১০ টায় হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন এবং রাস্তা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নেয়।

এসময় শিক্ষার্থীরা দিল্লি না ঢাকা, আজাদি আজাদি'',"ভারতীয় আ'গ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও", "আবার যদি হা'মলা হয়, জবাব দেবে বাংলাদেশ!","বাংলাদেশ জিন্দাবাদ, দিল্লি মুদ্রাবাদ","আমার ভাইয়ের রক্তে,বৃথা যেতে দিব না","জ্বালো জ্বালো, আগুন জ্বালো","দিল্লি না ঢাকা,ঢাকা ঢাকা","ভারত তুই জবাব দে,আগরতলায় হামলা কেন","দিল্লি না ঢাকা,ঢাকা ঢাকা"স্লোগান দিতে থাকে।

দর্শন বিভাগের (১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম বিল্লাহ বলেন, ভারত যে স্পর্ধা দেখিয়েছে হাইকমিশনে হামলা করেছে তার অবশ্যই বিচার করতে হবে। ৫ আগষ্টের আগের বাংলাদেশ আর এখন বাংলাদেশ এক নয়। বাংলাদেশ প্রতিটি সেক্টরে যে ভারতীয় অপশনের যারা আছে তাদের প্রত্যেককে হঠাতে হবে।

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের  (১৬-১৭) শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামীম বলেন, ৪৭ এর দেশ বিভাগের পর থেকে ভারতীয়রা এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের তত্ত্বাবধানে ইসকনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পাশে দাঁড়িয়েছে হিন্দু উগ্রতা বাদ কায়েমের জন্য।

রসায়ন বিভাগের (১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইয়ামিন বলেন,এ প্রজন্মেকে সতর্ক থাকতে হবে।যদি আমরা পিছপা হ‌ই ওরা (ভারতীয়রা) ওদের স্বার্থ হাসিলের জন্য যত ধরনের ন্যাক্কারজনক কাজ আছে ওরা করবে।

banner close
banner close