বুধবার

৪ ডিসেম্বর, ২০২৪
২০ অগ্রহায়ণ, ১৪৩১
০২ জামাদিউছ ছানি, ১৪৪৬

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২৪ ১৪:৫৪

শেয়ার

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে খুলনায় বিএনপির বিক্ষোভ
হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। ছবি: বাংলা এডিশন

ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর বিএনপি। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। সারা দেশব্যাপী এ দিন বিএনপির বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচী পালন করেছে তারা।

সমাবেশকালে নেতৃবৃন্দ বলেন, ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছাড়লেও, রয়ে গেছে তার এজেন্টরা।  এরাই মূলত শেখ হাসিনার নির্দেশে দেশকে অস্থিতিশীল করে তুলছে। যার ফল স্বরুপ পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক দিন দিন খারাপের দিকে যাচ্ছে।

তারা আরও বলেন, ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে সোমবার ভারতের হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক হামলা এবং বাংলাদেশের পতাকা ছিড়ে ফেলা কোনভাবেই মেনে নেয়া যায় না। ইসকন নেতা চিন্ময় দাসকে আইনী প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে। যা আইনী প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হবে। কিন্তু বিষয়টি নিয়ে ভারত কিছুদিন যাবত নেতিবাচক মন্তব্য করছেন। যা তাদের দ্বারা কোনভাবেই কাম্য নয়। তাই আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এরপর তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সদর থানার মোড় থেকে, হাদিস পার্ক, পিকচার প্যালেস মোড়, ডাকবাংলা, খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয় হয়ে পুনরায় বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।