রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে এক নারীর ওপর হামলা

প্রতিনিধি, মানিকগঞ্জ

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৫

শেয়ার

সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে এক নারীর ওপর হামলা
ছবি: বাংলা এডিশন

মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রিনা আক্তার নামে ৪০ বছর বয়সী এক নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।

উপজেলার শায়েস্তা ইউনিয়নের গোপালনগর এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

থানায় করা অভিযোগ থেকে জানা গেছে, শায়েস্তা ইউনিয়নের গোপালনগর গ্রামের রিনা আক্তার ও একই এলাকার মো. মঞ্জুরের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার সকালে রিনা আক্তার তার বাড়িতে একটি ঘর মেরামত করার সময় মো. মঞ্জুরের নির্দেশে মো. কোহিনূর ও লাকীসহ ৮ থেকে ১০ জন লাঠিসোঁটা নিয়ে ওই নারীর ওপর আকস্মিক বিনা উস্কানিতে হামলা চালায়। পরে রিনা আক্তারের স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

আহত রিনা আক্তারের মেয়ে রেবেকা আক্তার বলেন, বাড়ির পাশের একটি জমি নিয়ে মো. মঞ্জুরের সঙ্গে আমাদের বিরোধ চলছিল। এ বিষয়ে আদালতে একটি মামলাও চলছে। বুধবার সকালে আমাদের বাড়ির একটি ঘর মেরামত করার সময় মঞ্জুর তার দলবল নিয়ে আমার মায়ের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা করে। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সঠিক বিচার চাই। 

সিংগাইর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, অভিযোগটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

banner close
banner close