
কুষ্টিয়ায় মো: রাব্বি ইসলাম নামে এক যুবককে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী মোছাঃ মিমে আক্তারের বিরুদ্ধে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তিন মাস আগে পারিবারিক ভাবে বিয়ে হয় তাদের। কিন্তু এই বিয়েতে মিমের মত না থাকায় রাব্বি ও তার পরিবারের সাথে কলহ লেগেই থাকত।
এর জের ধরেই সুযোগ পেয়ে মিম তার স্বামীর খাবারে বিষ মিশিয়ে তাকে হত্যা করেন বলে জানিয়েছে রাব্বির পরিবার।
জানা যায় ২৩ নভেম্বর বাসা থেকে স্ত্রীর বানিয়ে দেয়া খাবার অফিসে খেয়ে অসুস্থ হয়ে পরেন রাব্বি। এরপর তাকে হাসপাতালে ভর্তি না করে কবিরাজি চিকিৎসার নাম করে সময়ক্ষেপণ করেন অভিযুক্তের নানী।
পরে রাব্বির পরিবার তাকে হাসপাতালে ভর্তি করলে ১৪ দিন আইসিইউতে থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়। এরপর থেকে মিমের পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
কুষ্টিয়ার জেলা পুলিশ কর্মকর্তা মো: তাহের জানান পোস্টমর্টেম রিপোর্ট হাতে আসলই রাব্বির মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে, এরপরই সকল আসামীকে আইনে অওতায় আনা হবে।
আরও পড়ুন: