রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

চুয়াডাঙ্গায় নয়টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

প্রতিনিধি,চুয়াডাঙ্গা

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৪ ১১:৩৮

শেয়ার

চুয়াডাঙ্গায় নয়টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার দর্শনায় নয়টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

রোববার দুপুরে দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের ডুগডুগি পশুহাটের কাছে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের নের্তৃত্বে অভিযান চালিয়ে স্বর্ণপাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা।

আটক স্বর্নপাচারকারী রুহুল আমীন দর্শনা পুরাতন বাজারের মোটরসাইকেল ম্যাকানিক রফিকুল ইসলামের ছেলে।  

৬ বিজিবির অধিনায়ক জানান, মোটরসাইকেলে ৩ জন স্বর্ণ পাচারকারী দামুড়হুদা শহর থেকে গোবিন্দপুর সড়ক হয়ে সীমান্তের দিকে যাচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে ডুগডুগি পশু হাটের কাছে তাদের থামাতে গেলে এ সময় দুইজন পালিয়ে যায়। মোটরসাইকেলসহ একজনকে আটক করতে সক্ষম হয় ব্যাটালিয়নের একটি স্পেশাল টিম। পরে তার দেয়া স্বীকারোক্তিতে মোটরসাইকেলের মিটার বক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নয়টি স্বর্নের বার উদ্ধার করা হয়।

যার ওজন ১ কেজি ১৭৮ গ্রাম। দাম প্রায় দেড় কোটি টাকা।

আটক স্বর্ণ পাচারকারীকে দর্শনা থানায় সোর্পদ করে মামলা করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।

banner close
banner close