রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধর করলেন দুই নারী

প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২৪ ১৯:৫০

শেয়ার

সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যকে মারধর করলেন দুই নারী
ছবি: ভিডিও থেকে সংগৃহীত

কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করা হয়েছে। সে সময় তাকে দুই নারী চড়থাপ্পড় মারেন।

সোমবার কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ সদস্যকে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) সাজ্জাদ হোসেন বলেন, সকালে দুই নারী ট্রাফিক পুলিশের ওই সদস্যকে মারপিট করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ট্রেনের সিগন্যাল পড়েছিল। তবে ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করে, সেখানে ট্রাফিক পুলিশ বাধা দিলে বাকবিতণ্ডা হয়। পরে ওই দুই নারী পথচারী ঘুরে এসে ট্রাফিক পুলিশকে ধাক্কা দেয় এবং জুতা দিয়ে পেটায়। এরপর স্থানীয়রা এসে উভয়কে সরিয়ে দেয়। তবে এ বিষয়ে ট্রাফিক কনস্টেবলকে ডেকেছি তার নিকট থেকে বিস্তারিত জেনে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং ওই দুই নারীকে আটকের কার্যক্রম চলছে।

এ বিষয়ে কথা বলার জন্য ভুক্তভোগী পুলিশ সদস্য নাজমুল হোসেনকে পাওয়া যায়নি।

banner close
banner close