রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৬ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

কুয়াকাটায় বার ভাঙচুরের অভিযোগে যুবদলের তিন নেতা বহিষ্কার

প্রতিনিধি,পটুয়াখালী

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৪ ১১:২১

শেয়ার

কুয়াকাটায় বার ভাঙচুরের অভিযোগে যুবদলের তিন নেতা বহিষ্কার
কোলাজ: বাংলা এডিশন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতাকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা যুবদল।

সোমবার জেলা যুবদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে শাখাটির দফতর সম্পাদক অ্যাড. মো. আব্দুল্লাহ আল-নোমানের স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কার হওয়া তিন নেতা হলেন কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামি, কুয়াকাটা ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মিয়াজী ও একই ওয়ার্ডের সদস্য মিরাজ হাওলাদার।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান সোমবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের তাদের সঙ্গে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করেন।

এর আগে শনিবার রাতে কুয়াকাটায় হোটেল অ্যান্ড কড়াই (বার) ভাঙচুর করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তবে বিষয়টি মিথ্যা বলে দাবি করেন তারা।

বহিষ্কৃত নেতা ইউসুফ ঘরামি বলেন, ‘কেনো বহিষ্কার করা হয়েছে, তা আমার জানা নেই। আমরা কোনো অপরাধ করিনি। বিষয়টি নিয়ে আমরা সংবাদ সম্মেলন করবো।’

কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন বাংলা এডিশনকে বলেন, ‘তাদের বহিষ্কারের কারণ হিসেবে বারে হামলা চালানোর বিষয়টি আমিও নিউজের মাধ্যমে শুনেছি। তবে বিএনপির নিয়ম-নীতির বাইরে যারা যাবে তাদের বিরুদ্ধে সংগঠন এই সিদ্ধান্ত নেবে। আমরা সংগঠনের নিয়মনীতিতে সব সময় অটল থাকবো।’

banner close
banner close