রবিবার
3:29:51

৪ মে, ২০২৫
২১ বৈশাখ, ১৪৩২
৬ জিলক্বদ, ১৪৪৬

৫৮ বছরের বৃদ্ধকে বিয়ে: দেনমোহর নিয়ে লাপাত্তা মহিলালীগ নেত্রী

প্রতিনিধি,রাজশাহী

প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২৪ ১২:১৪

শেয়ার

৫৮ বছরের বৃদ্ধকে বিয়ে: দেনমোহর নিয়ে লাপাত্তা মহিলালীগ নেত্রী
ছবি: বাংলা এডিশন

বয়সের তুলনায় যথেষ্ট এগিয়ে থাকা বৃদ্ধদের প্রতি তরুণীদের আকর্ষণ এবং প্রেম থেকে বিবাহ বন্ধন পর্যন্ত গড়ানোর ঘটনা নতুন নয়।

তবে এবার ৫৮ বছর বয়সী এক বৃদ্ধকে বিয়ে করে ফুলশয্যার আগেই দেনমোহরের টাকা নিয়ে পালানোর অভিযোগ উঠেছে রাজশাহী যুব মহিলালীগের এক নেত্রীর বিরুদ্ধে।

ভুক্তভোগী ঐ বৃদ্ধ হলেন নগরীর পদ্মা আবাসিক এলাকার বাসিন্দা। তার নিজ বাড়ি পাশবর্তী নওগা জেলায়।

অভিযুক্ত ঐ নারী হলেন নগরীর পূর্ব মেহেরচন্ডী এলাকার বাসিন্দা তামান্না আক্তার ফেন্সি।  তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের মাঠ পর্যায়ের একজন কর্মী। তিনি নগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুব মহিলালীগের নেত্রী  বলেও জানা গেছে। যুব মহিলা লীগের বিভিন্ন কর্মসূচিতেও ছিল তার উপস্থিতি।

মোস্তাফিজুর ও তামান্নার অসম প্রেমের সম্পর্ক ছিল।

বছরখানেক আগেই তামান্না বিয়ের কথা বলে কেনাকাটার অজুহাতে এক লাখ টাকা নেয়। তবে সেবারের মতো মোস্তাফিজুরকে বিয়ে করেননি তামান্না।

এরপরে তাদের যোগাযোগ না থাকলেও বেশ কিছুদিন আগে আবরো যোগাযোগ স্থাপন হয় তাদের।

পুনরায় বিয়ের আলাপ উঠলে এবারো সম্মত হন তামান্না, বিয়েও করেন একটি কাজী অফিসে গিয়ে। বিয়ের দেনমোহর বাবদ ধার্য হয় ৩ লাখ ৩ হাজার টাকা পরিমাণের একটি অংক।

তবে এবারের মতো তামান্না তার কথা রাখলেও মোস্তাফিজুরের মাথায় রীতিমতো আকাশ ভেঙে ফেলেছেন।

নগরীর একটি তিন তারকা হোটেলে ফুলশয্যার বন্দোবস্ত করেন উভয়ে। কিন্তু, বাড়িতে টাকা রেখে আসার অজুহাত দেখিয়ে আর ফেরেননি ঐ নারী। তবে মোস্তাফিজের নিকট তালাকনামা পাঠিয়েছেন ঠিকই। যাতে দেখা যাচ্ছে ২৪ নভেম্বর তারিখে তামান্নার স্বাক্ষর।

মোস্তাফিজুরের অভিযোগ, পালানোর সময় তামান্না দেনমোহরের ৩ লাখ ৩ হাজার টাকাসহ আরও ২ মাসের ২৪ হাজার টাকা এবং বাজার বাবদ ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে তার কাছ থেকে।

এ ব্যাপারে তামান্নার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নিকাহনামায় দেনমোহরের টাকা বুঝে পেয়েছেন মর্মে স্বাক্ষর করলেও তাকে টাকা দেয়া হয়নি। এবং মোস্তাফিজ তাকে নিজ বাড়িতে নেবেন না এবং তার ১৩ বছর বযসী বাচ্চার দায়িত্ব নিতে নারাজ বলেই তিনি তালাক দিয়েছেন বলে জানান।

এ ঘটনায় মোস্তাফিজুর রহমান নগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা করেছেন।

এ ব্যাপারে চন্দ্রিমা থানার ওসি মতিয়ুর রহমান বলেন, ‘বিষয়টা কোর্টের দেখার কথা। তবে মোস্তাফিজ আমাদের কাছে অভিযোগ দিয়েছে। আমি এটি তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

banner close
banner close