রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ, আসছে শৈতপ্রবাহ 

প্রতিনিধি,চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১১ ডিসেম্বর, ২০২৪ ১২:৪৫

শেয়ার

চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ, আসছে শৈতপ্রবাহ 
ছবি: বাংলা এডিশন

দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ বেড়েই চলেছে। তাপমাত্রার পারদ প্রতিদিনই নিচের দিকে নামছে। জেলা আবহাওয়া অফিস বলছে শিগগীরিই নামবে শৈতপ্রবাহ।

তিনদিন ধরে মধ্যরাত থেকে দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢেকে থাকছে গোটা জেলা। ভোর থেকে বেলা বাড়ার সাথে সাথে বেড়ে চলেছে কুয়াশার ঘনত্ব। সেই সাথে আছে দক্ষিণ থেকে নেমে আসা হিম শীতল ঠান্ডা বাতাস।

সড়ক-মহাসড়কে যানবাহন চলচল তুলনামূলক কম। ঘণ কুয়াশার কারণে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে সবচে বেশি বিপাকে পড়েছেন নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ। 

বুধবার সকাল ৬ টায় ও ৯ টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলাতে তাপমাত্রা রেকর্ড করেছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আদ্রতা ছিলো ৯৭ শতাংশ। 

আবহাওয়া অফিস বলছে, চলতি বছরে একটু আগেই শীত পড়া শুরু করেছে এ জেলায়। এখন থেকে প্রতিনিয়ত তাপমাত্রা আরও কমবে। আগামী কয়েকদিনের মধ্যে শৈতপ্রবাহও শুরু হতে পারে। 

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, ‘আগামী আরও দুই-একদিন এরকম থাকতে পারে। কয়েকদিনের মধ্যে শৈতপ্রবাহ শুরু হবার সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা আরও কমবে।

 

 

 

 

banner close
banner close