রবিবার

২০ এপ্রিল, ২০২৫
৭ বৈশাখ, ১৪৩২
২২ শাওয়াল, ১৪৪৬

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:৫৫

শেয়ার

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে দ্বিতীয় দফায় ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

জেলা পুলিশ কন্ট্রোল রুমের তথ্যমতে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিট হতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

পরে শুক্রবার সকাল ৬টা ১০ মিনিটে আবার ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। ২০ মিনিট ফেরি চলাচল স্বাভাবিক থাকার পর সকাল ৬টা ৩০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচলা বন্ধ রয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ঘাট প্রান্তে ফেরি পারের অপেক্ষায় রয়েছে শতাধিক ছোটবড় যানবাহন। তবে ফেরি চলাচল শুরু হলে সিরিয়ালের এসব যানবাহনগুলোকে পারাপার করা হবে বলে জানান বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

 

banner close
banner close